সোমবার, ১২ মে ২০২৫, ০৪:২৩ অপরাহ্ন
অাজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের অাজমিরীগঞ্জে শিউলী রানী কুরি (১৯) এক সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পু্লিশ।
শনিবার (১৩ অক্টোবর) বিকাল সোয়া ৫ টায় তার রুম থেকে লাশ উদ্ধার করা হয়।
সে অাজমিরীগঞ্জ পৌর এলাকার পুকুরপাড় গ্রামের বাসিন্দা ও চরবাজারের মুদি ব্যবসায়ীর স্ত্রী।
জানা যায়, বিকাল অনুমানিক সোয়া ৫ টায় শোয়ার ঘরের দরজার ছিটকারি বন্ধ করে, সিলিং ফ্যানে শাড়ি পেছিয়ে অাত্মহত্যা করে। ঘরের দরজা দীর্ঘ সময় ধরে না খোলাতে পরিবারের লোকজন ডাকাডাকি করে।কিন্তু ভিতর থেকে কোন সাড়া না পেয়ে, তাদের মনে সন্দেহের দানা বাঁধে। এ সময় শাবল দিয়ে দরজা ভেঙ্গে ছিটকারি খুলে ভিতরে প্রবেশ করে শিউলী’র ঝুলন্ত লাশ দেখতে পায়।
খবর পেয়ে থানার নবাগত অফিসার ইনচার্জ নাজমুল হক, এস,আই মোহাম্মদ মুসলিম সহ পু্লিশ ঘটনাস্হলে এসে লাশের সুরতহাল প্রস্তুত করে থানায় নিয়ে আসে।
রবিবার ময়নাতদন্তের জন্য লাশ হবিগঞ্জ সদর অাধুনিক হাসপাতাল মর্গে প্রেরণের কথা রয়েছে।
এদিকে স্ত্রী’র আত্মহত্যার ঘটনা শুনে স্বামী প্রবীর অসুস্থ হয়ে পড়লে, লোকজন তাকে অাজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। প্রবীর গত ২০১৬ ইং সনের মার্চ মাসের ১ তারিখ বি-বাড়ীয়ার,নাসিরনগরের ফান্দাউক গ্রামের বাসিন্দা শিউলী’র সহিত বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।এরই মধ্যে তাদের এক কণ্যা সন্তানের জন্ম হয়।তবে অাত্মহত্যা’র কারণ জানা যায়নি।