রবিবার, ১১ মে ২০২৫, ০১:০৫ পূর্বাহ্ন
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতিসহ দুই সাংবাদিকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ।
মঙ্গলবার (৯ জুন) দুপুরে উপজেলার পৃথক স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- চুনারুঘাট উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি আব্দুর রাজ্জাক রাজু ও সাংবাদিক আব্দুজ জাহির।
চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক গ্রেফতারের বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন- প্রনয় পাল নামের এক ব্যক্তির মামলায় তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।