শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৫ অপরাহ্ন
করাঙ্গী নিউজ : ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, বায়োমেট্রিক পদ্বতিতে সিম নিবন্ধনের সময় বাড়ানো হবে।
মঙ্গলবার সচিবালয়ে কর্মকর্তা ও কর্মচারিদের বয়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে দেয়া বক্তৃতায় তিনি একথা বলেন।
আগামী ৩০ এপ্রিল সিম নিবন্ধনের সময় শেষ হওয়ার কথা ছিল। এ পর্যন্ত ৬ কোটি ৩৫ লাখ সিম নিবন্ধনের কাজ শেষ হয়েছে, যা মোট সিমের অর্ধেকেরও কম।ফলে বিভিন্ন প্রান্ত থেকে সিম নিবন্ধনের সময় বৃদ্ধির দাবি করা হচ্ছিল।