করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

রাজনৈতিক অবতারবাদ এবং গণতান্ত্রিক দেউলিয়াপনা

  • সংবাদ প্রকাশের সময়: শুক্রবার, ৫ জুন, ২০২০

ডা: জানে আলম সুজন: ব্যাক্তিগতভাবে বাংলাদেশের রাজনীতির খোঁজখবর রাখা আমার পছন্দের বিষয়। গণতান্ত্রিক বাংলাদেশে স্কুল কলেজের মুখস্ত বিদ্যায় গনতন্ত্রের জনপ্রিয় সংজ্ঞা ছিল আমেরিকান প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের গেটিসবার্গ ভাষনের সেই উক্তি “গনতান্ত্রিক সরকার জনগনের অংশগ্রহন, জনগনের দ্বারা এবং জনগনের জন্য”।

কিন্তু আমাদের ৪৯ বছর বয়সী এই বাংলাদেশে গনতন্ত্র কখনোই জনগনের দ্বারা বা জনগনের জন্য হয়ে উঠতে পারেনি। বেশীরভাগ সময়েই চলেছে খুড়িয়ে খুঁড়িয়ে পথিমধ্যে কয়েকবার হোঁচটও খেয়েছে স্বৈরতন্ত্রের মাধ্যমে। গনতন্ত্রের হোঁচট খাওয়া বা সম্পূর্নরূপে বিকশিত না হতে পারার অনেকগুলো কারন রয়েছে যেমন, অর্থনৈতিক অস্বচ্ছলতা, রাজনীতিবিদ দের অসততা,সাংবিধানিক দুর্বলতা,এককেন্দ্রিক শাসন ব্যাবস্থা, বৈদিশিক শক্তির প্রভাব ও অন্যান্য।

তবে আমার কাছে এইসব কারণগুলোর পাশাপাশি প্রধান কারন মনে হয় “রাজনৈতিক অবতারবাদ”।

দেশের দুটি প্রধান দলের অনুসারীরা তাদের রাজনৈতিক নেতাদের অবতার মানে, দেবতাদের মতো শ্রদ্ধা করে, তাদেরকে সকল ভুল-ভ্রান্তির উর্ধ্বে মনে করে। তাদের সকল নীতি, আদর্শ, ব্যক্তব্যকে অন্ধভাবে অনুসরন করে।যার ফলে ঐ রাজনৈতিক নেতা পেয়ে যান সীমাহীন ক্ষমতা চর্চার সুযোগ। তার ইচ্ছা অনিচ্ছাই হয়ে উঠে রাষ্ট্রের মূলনীতি।রাষ্ট্র হয়ে উঠে তার ব্যাক্তিগত সম্পত্তি । প্রতিষ্ঠিত হয় রাজনৈতিক অবতারবাদ।গনতন্ত্র হয়ে পড়ে দুর্বল।
যেই দেশের এক তৃতীয়াংশ মানুষ এখনো দরিদ্র , যেই দেশের মধ্যবিত্তের সকাল শুরু হয় অনিশ্চয়তায়,উচ্চবিত্ত ব্যাস্ত বিদেশে টাকা পাচারে আর ভোগবিলাসে, সেই দেশে গনতান্ত্রিক মুক্তির আন্দোলন এক আকাশ কুসুম কল্পনাও বৈকি।

ফলে যুগ যুগ ধরে প্রতিষ্ঠিত হতে থাকে এই অবতারবাদ, দলীয় নাম পাল্টিয়ে।তবে ইতিহাসসাক্ষ্য দেয় এই খুঁড়িয়ে চলা গনতন্ত্র এক সময় ঠিকই মানুষের আস্থা হারায় এবং তখনসুযোগ পেয়ে বসে সামরিকতন্ত্র বা স্বৈরাচারতন্ত্র। যার ফলাফল কখনোই সুখকর ছিলো না। যেটি আমরা দেখেছি স্বাধীনতার পূর্বে এবং স্বাধীনতার ৪৯ বছরে অনেকবার।

লেখক: চিকিৎসক, লন্ডন, যুক্তরাজ্যে বসবাসরত। 

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ