করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

আইনের সহজ পাঠ ও অর্থনৈতিক সমৃদ্ধি

  • সংবাদ প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০

মোঃ দেলোয়ার ফারুক তালুকদার শাহজাহান: আইন বিষয়টা কি? মোটামুটি আমরা সবাই বুঝি। আর যে কোন আইন মানা যে আমাদের দায়িত্ব ও কর্তব্য এবং বাধ্যতার মধ্যে পড়ে তাহা আমরা জানি। সে যে আইন ই হোক না কেন? সেটা রাষ্ট্রের হোক, সামাজিক অথবা ধর্মীয় হোক।

একটা জিনিস লক্ষ্য করা যেতে পারে যখনই আমাদের নিজের কোন বিষয়ে কোন মন্দ বা আইন এর বিপরীতে কাজ হয় তখন আমরা আইন মানেননি বলে বিচার চাই। কিন্তু যখন নিজেরা করি তখন কিন্তু খুব বেশী বলার থাকে না।

যাই হোক, আইন তৈরি হয় কল্যাণের জন্য সেটা সামাজিক, ব্যক্তিগত অথবা রাষ্ট্রীয় হতে পারে। আর অর্থনীতি কি সেটা ত আমরা অর্থনীতির কঠিন ব্যাখ্য না বুঝলে টাকা আর পকেটে ব্যাংক এ টাকা থাকাটা বুঝি ভালো আর তার জন্য সম্ভবপর সব কাজ করতে দ্বিধা করি না। হোক বৈধ অথবা অবৈধ। সহজ ভাষায় অর্থনীতি হলো যে কর্মকান্ডের মাধ্যমে অর্থের আদান প্রদান হয়।

যাই হোক, আমরা এখন আইন ও অর্থনীতির মধ্যে সমসাময়িক বিষয়ে একটু সমন্বয় করি।বর্তমান করোনার জন্য রাষ্ট্র যে আইন করেছেন এবং স্বাস্থ্য বিধিনিষেধ দিয়েছেন তা যদি আমরা মেনে চলি এতে যেমন অসুস্থ হওয়া থেকে রক্ষা পাওয়া যেতে পারে তেমনি রক্ষা পেলে কষ্ট ও অর্থনীতির ক্ষতি থেকে বাঁচতে পারা যাবে ইনশাআল্লাহ।

তাই আসুন এ আপদকালীন আইন মানি এবং রাষ্ট্র ও ব্যক্তিগত স্বাস্থ্য ভাল রাখি ও অর্থনীতির ক্ষয়ক্ষতি থেকে রাষ্ট্র ও নিজেকে রক্ষা করি।

লেখক: এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট ও জজ কোর্ট, হবিগঞ্জ

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ