সোমবার, ১২ মে ২০২৫, ১২:৫৫ পূর্বাহ্ন
মোঃ দেলোয়ার ফারুক তালুকদার শাহজাহান: বর্তমানে ইন্টারনেট এর যোগে বিশ্বের যেকোন স্থানের খবর মুহূর্তে জেনে নিতে পারি। অবশ্য কিছু ব্যতিক্রমও আছে। যাই হোক, আমরা আসি আমাদের রুটি রুজির ব্যাপারে। হয়ত এখন অনেক চাকরি হারাবে আবার অনেক নতুন কর্মসংস্থানও হবে। তারমধ্যে জনসমাগম মূলক ও দূরবর্তী স্থানের তথা ঘরে বসিয়া কাজের সংস্থা হবে।
আর যারা একটু বুদ্ধিমান তারা নিশ্চয়ই চাইবেন আয় একটু কম হলেও ঘরে বসে কাজ করি। এতে যেমন- জনসমাগম এড়িয়ে চলা যাবে তেমনি ইনকাম ও হলো।
আমরা এখানে বেশ কিছু কাজের কথা বলব, যাহা খুব সহজে শিক্ষা করা যায় আবার ইনকাম ও শুরু করা যায়। তবে এর ধৈর্য ও মননশীলতা প্রয়োজন।
এরকম ই একটি আয়ের পথ হলো আউটসোর্সিং। শব্দটা ছোট হলেও এর ক্ষেত্র ইনকামের এমন সেক্টর বা বিভাগ নাই যে এর মধ্যে পরে না। এখানে কাজের মূলমন্ত্র হলো দক্ষতা। আর শিক্ষার্থী মানেই জানেন দক্ষতা কিভাবে অর্জন করতে হয আর এর মূল্য কত।
আপনি এ সেক্টরে যে ক্ষেত্রেই পারদর্শী হন না কেন লেগে থাকলে আপনি বেশ ভালো একটা অর্থ আয় করতে পারবেন।
আপনি যদি গণিত, বাংলা, ইংরেজি, গ্রাফিক্স ডিজাইন, আর্টিকেল লেখা ছবি আঁকা, যন্ত্রপাতি মেরামত মার্কেটিং সহ যে কাজ ই পারেন তা দিয়েই আপনি ঘরে বসে ইনকাম করতে পারেন। এতে আপনি বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এ কাজের দিকে এগিয়ে যেতে পারেন। এগুলোর মধ্যে অন্যতম হলো গুগল এডসেন্স, এফিলিয়েট মার্কেটিং সহ আর কত কি। ভিডিও বানিয়ে ও আপনি আয় করতে পারেন।শিক্ষামূলক ভিডিও ও আর্টিকেল লেখাতে আপনি আয় করতে পারেন।আজ আর নয়।আমরা ধারাবাহিক ভাবে এ বিষয়ে আরও জানাতে চেষ্টা করব।
আমাদের সাথে থাকুন আর আয় এর পথ জানুন। ধন্যবাদ।
লেখক: আইনজীবী, বাংলাদেশ সুপ্রীম কোর্ট ও জজ কোর্ট হবিগঞ্জ, সদস্য শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব।