করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

আতংক ছড়াবেন না

  • সংবাদ প্রকাশের সময়: সোমবার, ১ জুন, ২০২০

কাদির চৌধুরী বাবুল: রোগ আতংক বা যে কোনো আতংক মানুষের মনোবল ভেঙে দেয়। মানসিক বল ভেঙে গেলে রোগ প্রতিরোধ ক্ষমতা (ভাইটাল ফোর্স) হারাতে থাকে, ফলে ক্ষতির পরিমাণ বেড়ে যায়।

মহামারী এমনিই একটি আতংকের নাম। কোনো কারণে ভাইরাসে সংক্রামিত হলে দুর্বলদেহ রোগ প্রতিরোধ গড়ে তুলতে পারে না। এই বিষয়টি বিবেচনা করে অতি উৎসাহে সংবাদ প্রচার করতে আমাদের সাবধান থাকা দরকার।
বেশ দিন ধরেই দেখছি সারা দেশের ন্যায় আমাদের বাহুবলেও কিছু ব্যক্তির আইডি হতে সমানে অতি উৎসাহে করোনার আপডেট প্রচার করছেন। কেউ বলছেন আমাদের দেশ আমেরিকা থেকেও আরও ভয়াবহ হয়ে যাবে৷ লকডাউন তুলে দেওয়ায় একবারে সর্বনাশ হয়ে যাবে। নিজে থেকে মহাবিপদ সংকেত প্রচার করছেন।

আমাদের ভাবা উচিৎ এমন কথা ছড়ানো ঠিক হচ্ছে কিনা? আমাদের দেশ শীত প্রধান নয়। প্রকৃতির উষ্ণতা ও ভিন্নতার কারণে আমরা নিরাপদ জোনে আছি। আমাদের দেশের মানুষের জীবনাচরণ ও প্রকৃতির কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলক শীতপ্রধান দেশ থেকে যথেষ্ট ভালো।
দেখলাম, বাহুবলে আজ নাকি মোট আটজন করোনা আক্রান্ত পাওয়া গেছে তাই অনেকের ঘুম হারাম হয়ে গেছে। বুলেটিনের পর বুলেটিন দিচ্ছেন। দেখুন, আমি আজ পর্যন্ত এমন আতংক ছড়ানোর মতো কোনো পোস্ট দেইনি। আজও দেইনি, ইতোপূর্বেও দেইনি।

বাহুবলে এর ক’দিন আগেও দুই একজন আক্রান্ত হয়েছেন, আবার সাধারণ চিকিৎসায় সুস্থ হয়েছেন। আমাদের জানাশোনা বেশ ক’জন আক্রান্ত হলেও কঠিম মনোবল ও রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকায় সুস্থ হয়েছেন। আতংকগ্রস্থ হলে করোনা ছাড়াই মরণ হয়ে যেতো।
করোনায় আক্রান্ত হলে সবাই মরে যাচ্ছে না। আল্লাহর রহমতে ৯৮ শতাংশ মানুষই সুস্থ হচ্ছেন। করোনা সিজন থাকাকালীন সময়ে আমাদের কাজ হলো সাবধানতা অবলম্বন করা। দৈনন্দিন স্বাস্থ্যবিধি বা রুটিন মেনে চলা। নাওয়া খাওয়া ঘুম সঠিক নিয়মে করা। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এমন খাবার দাবার বাড়িয়ে দেওয়া।

ইমিউনিটি যতো বোস্ট করা যাবে, ততোই রোগাক্রান্ত আশংকা কম থাকবে। আতংক ছড়িয়ে, স্বাভাবিক জীবনের বাহিরে নিয়ে গেলে মানুষ প্রাকৃতিক কারণেই রোগ প্রতিরোধ ক্ষমতা হারাতে থাকবে, যা কোভিট ১৯ মুকাবিলায় একটু বেশি মূল্য দিতে হবে। বিশ্বের কিছু দেশ মানুষের স্বাভাবিক জীবনযাপন ঠিক রেখে ইমিউনিটি বোস্টিং করে কোভিট ১৯ মুকাবিলা করতে চাচ্ছে। এটাই ঠিক! করোনা কখনও সহজে নির্মুল হবে না। তবে প্রতিষেধক টিকার আশায় মানব দেহ বসেও থাকবে না।

একদিন করোনা ভাইরাস মানব দেহের রোগ প্রতিরোধের মুখে পড়বে, যেদিন দেহ নিজে থেকেই এন্টিবডি তৈরি করে নিবে। যে যে কমিউনিটিতে করোনা ছড়িয়ে পড়বে, সেখানই সবার আগে হার্ড ইমিউনিটি তৈরি হবে। এর মধ্যে কিছু ক্ষতিতো হবেই। এ ভাবেই একদিন করোনা জয় করে মানুষ ঠিকে থাকবে।

লেখক: প্রধান শিক্ষক, নিউ ভিশন কেজি এন্ড হাইস্কুল। কো-অর্ডিনেটর, পুওর কেয়ার কুইক রেসপন্স টিম,বাহুবল, হবিগঞ্জ।

তার ফেসবুক থেকে সংগৃহীত।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ