করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

হবিগঞ্জে পাশের হার ৭২.৭৩ শতাংশ

  • সংবাদ প্রকাশের সময়: রবিবার, ৩১ মে, ২০২০

নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জে এবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় পাশের ৭২ দশমিক ৭৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৬০৫ জন।

গত বছর পাশের হার ছিল ৭১.৫৩ শতাংশ ও জিপিএ-৫ পেয়ে ছিলো ৪৫৫ জন।

শিক্ষাবোর্ড সূত্রে জানা যায়, এ বছর হবিগঞ্জ থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় ২৩ হাজার ১৬৬ জন শিক্ষার্থী অংশগ্রহন করেন। এর মধ্যে পাশ করেছেন ১৬ হাজার।

সিলেট জেলায় পাশের হার ৮০.৯৬ শতাংশ আর জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ১৮০ জন শিক্ষার্থী।

অন্যদিকে সুনামগঞ্জে সবচেয়ে কম জিপিএ-৫ পেয়েছে শিক্ষার্থীরা। এ জেলায় জিপিএ-৫ পেয়েছে ৪১৩ জন শিক্ষার্থী আর পাশের হার ৭৮.৬০ শতাংশ।

আর হবিগঞ্জে পাশের হার ৭২.৭৩ শতাংশ। এটি সিলেট বিভাগের চার জেলায় সর্বনিন্ম পাশের হার। আর হবিগঞ্জের ৬০৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

এছাড়া মৌলভীবাজার জেলায় পাশের হার ৮০. ৮৮ শতাংশ আর জেলার ১ হাজার ৬৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

রোববার (৩১ মে) সকাল ১০ টায় সিলেট সিলেট শিক্ষা বোর্ডের ফলাফল বিশ্লেষন করে এ তথ্য পাওয়া যায়।

প্রসঙ্গত, চলতি বছর মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় সিলেটে পাশের হার ৭৮.৭৯ শতাংশ। ২০১৯ সালে সিলেট শিক্ষাবোর্ডে পাসের হার ছিল ৭০ দশমিক ৮৩ শতাংশ।

এদিকে বেড়েছে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাও। এ বছর ৪২৬৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে আর ২০১৯ সালে জিপিএ-৫ পেয়েছিল ২ হাজার ৭৫৭ জন শিক্ষার্থী।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ