সোমবার, ১২ মে ২০২৫, ১২:৩৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জে এবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় পাশের ৭২ দশমিক ৭৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৬০৫ জন।
গত বছর পাশের হার ছিল ৭১.৫৩ শতাংশ ও জিপিএ-৫ পেয়ে ছিলো ৪৫৫ জন।
শিক্ষাবোর্ড সূত্রে জানা যায়, এ বছর হবিগঞ্জ থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় ২৩ হাজার ১৬৬ জন শিক্ষার্থী অংশগ্রহন করেন। এর মধ্যে পাশ করেছেন ১৬ হাজার।
সিলেট জেলায় পাশের হার ৮০.৯৬ শতাংশ আর জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ১৮০ জন শিক্ষার্থী।
অন্যদিকে সুনামগঞ্জে সবচেয়ে কম জিপিএ-৫ পেয়েছে শিক্ষার্থীরা। এ জেলায় জিপিএ-৫ পেয়েছে ৪১৩ জন শিক্ষার্থী আর পাশের হার ৭৮.৬০ শতাংশ।
আর হবিগঞ্জে পাশের হার ৭২.৭৩ শতাংশ। এটি সিলেট বিভাগের চার জেলায় সর্বনিন্ম পাশের হার। আর হবিগঞ্জের ৬০৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
এছাড়া মৌলভীবাজার জেলায় পাশের হার ৮০. ৮৮ শতাংশ আর জেলার ১ হাজার ৬৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
রোববার (৩১ মে) সকাল ১০ টায় সিলেট সিলেট শিক্ষা বোর্ডের ফলাফল বিশ্লেষন করে এ তথ্য পাওয়া যায়।
প্রসঙ্গত, চলতি বছর মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় সিলেটে পাশের হার ৭৮.৭৯ শতাংশ। ২০১৯ সালে সিলেট শিক্ষাবোর্ডে পাসের হার ছিল ৭০ দশমিক ৮৩ শতাংশ।
এদিকে বেড়েছে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাও। এ বছর ৪২৬৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে আর ২০১৯ সালে জিপিএ-৫ পেয়েছিল ২ হাজার ৭৫৭ জন শিক্ষার্থী।