করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

বাহুবলের মহাসড়কে চলন্ত নোহা গাড়ীতে অাগুন

  • সংবাদ প্রকাশের সময়: শুক্রবার, ১২ অক্টোবর, ২০১৮

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবলের মহাসড়কে চলন্ত যাত্রীবাহি নোহাতে অাগুন ধরে গাড়িটি পুড়ে যায়।

শুক্রবার (১২ অক্টোবর) বিকাল ৫টায় উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জাঙ্গালিয়া নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

তবে এ ঘটনায় যাত্রীদের কোন ক্ষতি হয়নি।

জানা যায়, সিলেট থেকে ঢাকাগামী (ঢাকা মেট্রো গ ১৪-৯৩৬১) একটি মাইক্রো নেহা গাড়ী চলন্ত অবস্থায় ইঞ্জিনে অাগুন ধরে যায়। তাৎক্ষনিক চালক গাড়িটি দাড় করিয়ে যাত্রীদের নিরাপদে সরিয়ে নেন। এরই মধ্যে গাড়ীর সামনের পুরো অংশটিতে অাগুনে পুড়ে চাই হয়ে যায়।

এদিকে প্রচন্ড বৃষ্টিতে অাগুন ধরায় তাৎক্ষনিক স্থানীয় লোকজন অাগুন নেভাতে পাওয়া যায়নি। খবর পেয়ে স্থানীয় লোকজন বালতি নিয়ে পানি নিভানোর চেষ্টা করেন। এক পর্যায়ে অাগুন নিয়ন্ত্রনে নিয়ে অাসলেও গাড়িটি অর্ধেকের চেয়েও বেশি পুড়ে যায়।

বাহুবল মডেল থানার ওসি মোঃ মাসুক অালী জানান, বিষয়টি অামার জানা নেই, খোঁজ নিয়ে দেখছি।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ