সোমবার, ১২ মে ২০২৫, ০১:৪৮ অপরাহ্ন
মাধবপুর (হবিগঞ্জ)প্রতিনিধিঃ
শারদীয় দূর্গাপুজা উপলক্ষ্যে হবিগঞ্জের মাধবপুর উপজেলার সামজিক ও স্বেচ্ছাসেবামূলক সংগঠন ডানপিটে গ্রুপের উদ্যোগে সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১২ অক্টোবর) সকালে উপজেলার আখড়া বাজার এলাকায় অর্ধ শতাধিক সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়।
এ উপলক্ষ্যে গ্রুপের সভাপতি রাজীব দেব রায় রাজু’র সভাপতিত্বে বস্ত্র বিতরন সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট সুফিয়া আক্তার হেলেন।
গ্রুপের সাধারন সম্পাদক হামিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্টিত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রভাষক অলক চক্রবর্তী, ব্যবসায়ী কিংকর ঘোষ, সুজন রায়, সনজিত দাস, ইউপি সদস্য আবু মিয়া , সাবেক ইউপি সদস্য ছিদ্দিকুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাইফুল ইসলাম শিপন, প্রত্যয় দেব, সাইফুল ইসলাম, এখলাছুর রহমান সিরাজী, সৈয়দ মিয়া, মিজানুর রহমান, ইকবাল খান, মিঠু দেব, জামাল মিয়া,সুব্রত বনিক প্রমুখ।