করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

হবিগঞ্জে গোপন বৈঠক: ৭ যুবক অাটক

  • সংবাদ প্রকাশের সময়: শুক্রবার, ১২ অক্টোবর, ২০১৮

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জঃ হবিগঞ্জের একটি বাড়িতে গোপন বৈঠক  চলাকালে সন্দেভাজন ৭ যুবককে অাটক করেছে র্যাব।

বৃহস্পতিবার (১১ অক্টোবর) দিবাগত রাতে থানার লস্করপুর ইউনিয়নের আদ্যপাশা গ্রামে একটি বাড়িতে গোপন বৈঠক চলাকালে ৭ জন যুবককে সন্দেহজনকভাবে আটক করা হয়েছে।

র‌্যাব-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পের একটি টিম এ অভিযান পরিচালনা করে।

আটককৃতরা হচ্ছেন মোঃ শাহ্ জাহান (৩৪), মোঃ সালাম মিয়া (২৬), সালাহ উদ্দিন, হেলাল মিয়া (১৯), গিয়াস উদ্দিন, মোঃ আনোয়ার আলী(২৬), ও ইউসুফ আহম্মেদ (২০)।

তাদের কাছে পাওয়া গেছে নিজেদের ব্যবহৃত মোবাইল ফোন, সিমকার্ড ও নগদ সাড়ে ১১ হাজার টাকা। তাদেরকে হস্তান্তর করা হয়েছে হবিগঞ্জ সদর থানায়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা মো. মনিরুজ্জামান।

তিনি জানান, আদ্যপাশা গ্রামের মোতালেব মিয়ার বাড়ীতে সেমিপাকা ঘরের ভিতরে আটককৃত গোপন বৈঠক করছিল। কোনরকম অপরাধ সংঘটনের লক্ষ্যে এই গোপন বৈঠক ছিল এমন সন্দেহে র‌্যাব তাদেরকে আটক করেছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ