করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

হবিগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আটক ৬

  • সংবাদ প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১১ অক্টোবর, ২০১৮

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জঃ হবিগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫টি চোরাই মোটরসাইকেলসহ চোর সিন্ডিকেটের ৬ সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ।

আটকৃতরা হলো-চুনারুঘাটের হুয়ারকুল গ্রামের মৃত আব্দুল মমিনের ছেলে মনিরুজ্জামান, উমেদনগরের আপ্তাব উদ্দিন আহমেদের ছেলে ফয়সল আহমেদ, হবিগঞ্জ সদর উপজেলার মিঠুরচক গ্রামে আব্দুর নুরের ছেলে আব্দুল মালিক সোহেল, জঙ্গল বহুলার আব্দুল কুদ্দুছের ছেলে উদয় মিয়া, একই এলাকার খেলু মিয়ার ছেলে আক্তার হোসেন, বানিয়াচঙ্গ উপজেলার আনোয়ারপুর গ্রামের কাশেম আলীর ছেলে জাকির মিয়া।

পুলিশ সূত্র জানায়, আটকৃতরা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন স্থান থেকে মোটর সাইকেল চুরি করে আসছিল। সম্প্রতি সিসি ক্যামেরা দেখে কয়েকজন মোটরসাইকেল চোরকে সনাক্ত করে ডিবি পুলিশ।

এরপর থেকে তাদের পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। বুধবার সন্ধ্যা থেকে ১১টা পর্যন্ত পর্যন্ত হবিগঞ্জ ডিবি পুলিশের একটি টিম বিশেষ অভিযান নামে। এ সময় পুলিশ ৫টি মোটরসাইকেল ও উল্লেখ্যকৃতদের আটক করে।

ডিবি এসআই ইকবাল বাহার এ তথ্য নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ