করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

কমলগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময়

  • সংবাদ প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ জুলাই, ২০১৮

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নবগঠিত আহবায়ক কমিটি স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে।

মঙ্গলবার (১৭ জুলাই) বিকাল সাড়ে ৩টায় কমলগঞ্জ ডাকবাংলো প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু ফাউন্ডেশন কমলগঞ্জ উপজেলা শাখার আহবায়ক প্রাক্তন ইউপি চেয়ারম্যান মো: সাব্বির আহমদ ভূঁইয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব প্রভাষক মো: আব্দুল আহাদের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কমিটির সদস্য প্রভাষক মো: খায়রুল ইসলাম সজল, প্রভাষক মো: মাসুম আহমদ খাঁন, আখলাকুজ্জামান খলু, মো: করিম হোসেন প্রমুখ।

উল্লেখ্য, গত ১৪ জুলাই বঙ্গবন্ধু ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা শাখার সভাপতি শেখ আব্দুল মুহিত রাজা ও সাধারণ সম্পাদক কাজি মো: ছালিক স্বাক্ষরিত এক পত্রে কমলগঞ্জ উপজেলায় বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সকল কার্যক্রম পরিচালনা করার জন্য আদমপুর ইউনিয়নের প্রাক্তন ইউপি চেয়ারম্যান মো: সাব্বির আহমদ ভূঁইয়াকে আহবায়ক ও শমশেরনগর সুজা মেমোরিয়াল কলেজের প্রভাষক মো: আব্দুল আহাদকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট বঙ্গবন্ধু ফাউন্ডেশন কমলগঞ্জ উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন প্রদান করে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ