সোমবার, ১২ মে ২০২৫, ০২:২০ অপরাহ্ন
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা বাগান তেলানিয়া ছড়া থেকে কলেজ ছাত্রী মনিলার (১৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সে সুরমা চা বাগান মাহঝিল ডিভিশনের সুরেশ সাওতালের মেয়ে এবং মাধবপুর কলেজের একাদশ শ্রেণির ২য় বর্ষের ছাত্রী।
গ্রামবাসী ও পুলিশ জানায়, একই গ্রামের কুদনা সাওতালের ছেলে হবিগঞ্জ বৃন্দাবন কলেজের ডিগ্রী পাস কোর্সের ২য় বর্ষের ছাত্র অনিল সাওতাল (২৫) প্রেমে ব্যর্থ হয়ে পরিকল্পিত ভাবে হত্যা করে লাশ চা বাগানের ভেতর ছড়ার মধ্যে ফেলে রাখে।
খবর পেয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই সোহেল শাহ আজ মঙ্গলবার (১৭ জুলাই) বিকেল ৬টার সময় মনিলার লাশ উদ্ধার করে।
হত্যার সঙ্গে জড়িত থাকার দায়ে গ্রামবাসী অনিল সাওতালকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। চা বাগানের লস্করপুর ভ্যালীর সভাপতি রবীন্দ্র গৌড় বলেন গত ১৩ই জুলাই থেকে মনিলা নিখোঁজ ছিল। মনিলার সঙ্গে একই গ্রামের আটক অনিল সাওতালের প্রেমের সম্পর্ক ছিল।
লাশ উদ্ধারকারী এএসআই সোহেল শাহ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অনিল সাওতাল মনিলার হত্যাকান্ডের ঘটনা স্বীকার করেছে।