করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

হবিগঞ্জ অনলাইন স্কুলের উদ্বোধন

  • সংবাদ প্রকাশের সময়: রবিবার, ১০ মে, ২০২০

প্রতিদিন বিকাল ২টা থেকে ৩ টা ৩০ মিঃ পর্যন্ত ৪টি ক্লাস সম্প্রচার হবে

নিজস্ব প্রতিনিধি:
হবিগঞ্জে শিক্ষার্থীদের কল্যানে একটি ফেইসবুক পেইজ ও গ্রুপ জেলার সকল শিক্ষকদের সমন্বয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে “হবিগঞ্জ অনলাইন স্কুল”।

রবিবার (১০ মে) সকাল ১১টায় হবিগঞ্জ অনলাইন স্কুলের উদ্ধোন করেন হবিগঞ্জ জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান।

কভিড-১৯ এর কারনে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। শিক্ষার্থীদের অনেকেই ঝড়ে পড়ার উপক্রম, যদিও সংসদ টিভিতে ক্লাস সম্প্রচার করা হচ্ছে। শিক্ষার্থীরা টিভিতে ক্লাস দেখতে আগ্রহী না। কারন এখানে কোন নজরদারী নেই,জবাবদিহিতা নেই। কিন্তু তাদের মধ্যে অনেকেই মোবাইলে ফেইসবুক,মেসেঞ্জার ওয়াটসাপ ইউজ করার মারাত্বক প্রবনতা দেখা যায়। এসব দিক চিন্তা করে শিক্ষার্থীরা যে মোবাইলের ফেইসবুক মেসেঞ্জার ওয়াটসাপ পছন্দ করে সেই ফেইসবুক পেইজ/গ্রুপে এবং প্রত্যেক শ্রেণির জন্য ঐ শ্রেণীর শ্রেণী শিক্ষক ওয়াটসাপ গ্রুপ খোলে তাতে দৈনিক অডিও এবং ভিডিও আকারে পড়া দিবেন। বাড়ির কাজ দিবেন। পরের দিন শিক্ষার্থী পড়া শিখে খাতায় লিখে ছবি উঠিয়ে ঐ ওয়াটসাপ গ্রুপে সাবমিট করবে। হয়ত বই লিখে দিতে পারে। তাতে সমস্যা নাই। বইয়ের ট্যাচে তো গেল? শিক্ষক চেষ্টা করলে ভিডিও কলে টার্গেটকৃত শিক্ষার্থীর পড়া নিতে পারেন।

পাশাপাশি “হবিগঞ্জ অনলাইন স্কুল” নামে ফেইসবুক পেইজ ও গ্রুপে প্রতিদিন বিকাল ২টা থেকে ৩ টা ৩০ মিঃ পর্যন্ত ৪টি ক্লাস সম্প্রচার হবে। হয়ত লাইভে অথবা ভিডিও। এই ভিডিওগুলি দেখার জন্য শ্রেণী শিক্ষক তাহার ও্যাটসাপ গ্রুপে তাগাদা দিবেন। এবং টেস্ট পরীক্ষা অনলাইনেই নিবেন। সেই টেকনোলজিও তে আমরা পড়াশুনা শুরু করব। এক্ষেত্রে প্রয়োজন অভিভাবকদের সহযোগিতা ইন্টারনেট কানেক্টেড এন্ডয়েড ফোন, অথবা ল্যাপ্টপ। জেলার স্কুল মাদরাসা প্রাথমিক সহ সকল শিক্ষক এক যোগে করোনা মোকাবেলায় এই কর্মসূচী নিয়ে কাজ করা শুরু করেছেন।

উক্ত অনলাইন স্কুলের পৃষ্টপোষক সুধাংশু কুমার কর্মকার প্রধান শিক্ষক বিকেজিসি গভঃ বালিকা উচ্চ বিদ্যালয় হবিগঞ্জ, শেখ আলফাজ উদ্দিন প্রধান শিক্ষক হবিগঞ্জ সরলারি উচ্চ বিদ্যালয় ও শায়েস্তাগঞ্জ কামিল মাদরাসার প্রিন্সিপাল, মোঃ লোকমান খান সভাপতি মাল্টিমিডিয়া টিচার্স গ্রুপ।

পাশা পাশি প্রতি উপজেলা থেকে ৩/৪ জন এডমিন এই পেইজে কাজ করবেন। এবং প্রতি প্রতিষ্ঠান থেকে একজন এডিটর নিজ প্রতিষ্ঠানের শিক্ষকের তৈরীকৃত ভিডিও এডিট করে উপজেলা এডমিনের নিকট হস্তান্তর করবেন। উপজেলা এডমিন গন সুধাংশু কুমার কর্মকার প্রধান শিক্ষক বিকেজিসি গভঃবালিকা উচ্চ বিদ্যালয় হবিগঞ্জ, শেখ আলফাজ উদ্দিন প্রধান শিক্ষক হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও শায়েস্তাগঞ্জ কামিল মাদরাসার প্রিন্সিপাল ও মোঃ লোকমান খান এই ৪জনের যৌথ পরামর্শে তৈরীকৃত রুটিন অনুযায়ী পেইজে ক্লাস আপলোড দিবেন।

রুটিন এডমিনদেরর সাথে যোগাযোগ করে একদিন আগেই পেইজে প্রকাশ করা হবে। এবং জেলার সকল শিক্ষক উক্ত পেইজ নিজ টাইমলাইনে শেয়ার করবেন। পাশাপাশি অভিভাবক ও শিক্ষার্থীদের নিকট পেইজের লিংক ওয়াটসাপ গ্রুপ/মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে পৌছাইয়া দিবেন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ