শনিবার, ১০ মে ২০২৫, ১০:০২ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট রুটে ৪টি আন্তঃনগর ট্রেন চালুসহ ৯ দফা দাবীতে রেলমন্ত্রীর কাছে স্বারকলিপি দেয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ জুলাই) দুপুর দেড়টার দিকে রেলমন্ত্রী মোঃ মুজিবুল হকের কাছে এ স্মারকলিপি প্রদান করে ঢাকাস্থ ‘সিলেট বিভাগ যোগাযোগ ব্যবস্থা উন্নয় পরিষদ’।
দাবীগুলোর মধ্যে রয়েছে- আজমপুর রেলস্টেশন থেকে সিলেট পর্যন্ত ডাবল লাইন নির্মাণ, প্রতিটি ট্রেনে ২০টি করে নতুন বগি প্রদান, এসি ও প্রথম শ্রেণীর আসন বৃদ্ধি, ভৈরব, বি-বাড়ীয়া ও বড় স্টেশনের আউটারে ট্রেন থামিয়ে অবৈধ যাত্রী ওঠানামা বন্ধ করা, ট্রেনে মাদক পাচার বন্ধ করাসহ বাহির থেকে ইট-পাথর ছোড়া বন্ধ করা, ট্রেনে হিজড়াদের অসভ্য আচরণ বন্ধ করা, টিকেট কালোবাজারি রোধ করা ও শায়েস্তাগঞ্জ, শ্রীমঙ্গল ও কুলাউড়াসহ স্টেশনগুলো আধুনিকায়ন, পুরাতন স্টেশনগুলো চালুর করা, অবৈধভাবে দখলকৃত রেলওয়ের জমি ও স্থাপনাগুলো উদ্ধার করার দাবী করা হয়েছে।
এসময় মন্ত্রী আন্তরিকভাবে স্মারকলিপি গ্রহণ করেন এবং তাৎক্ষনিক কিছু দাবী অতিরিক্ত মহাপরিচালককে ডেকে বাস্তবায়ন করতে নির্দেশ প্রদান করেন।
স্মারকলিটি প্রদান কালে উপস্থিত ছিলেন- সিলেট বিভাগ যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন পরিষদ এর প্রধান উপদেষ্টা ও জালালাবাদ এসোসিয়েশন সম্মানিত সভাপতি সি এম তোফায়েল সামী, পরিষদের উপদেষ্টা, অতিরিক্ত সচিব এম এ রউফ, সিলেট সমিতি উত্তরা এর সম্মানিত সভাপতি ও পরিষদের নির্বাহী কমিটির সদস্য ক্যাপ্টেন মিজানুর রহমান চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশনের ট্রেজারার ও পরিষদের সদস্য জসিম উদ্দিন আহমেদ, পরিষদের সমন্বয়ক ও বড়লেখা উপজেলা সমিতি ঢাকার সম্মানিত সভাপতি লাজমুল ইসলাম লাকী, পরিষদের আহ্বায়ক এম কে সোহেল, পরিষদের সদস্য সচিব এম এ সোবহান, পরিষদের সদস্য মাহবুব মোর্শেদ ইমন, এম এ রউফ,ফাহমির হাবিব রুবেল, ফজলুর রহমান, আনোয়ার হোসেন শিপলু, সাইফুদ্দিন সফিক, আলমগীর হোসেন খান ইমন, সমশাদ হোসেন, মিজানুর রহমান, সুমন খানসহ আরো অনেকে।