রবিবার, ১১ মে ২০২৫, ০৩:৩১ পূর্বাহ্ন
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দেশজুড়ে লকডাউন চলছে। বন্ধ রয়েছে দেশের সব সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন শিক্ষার্থীরা ব্যহত হচ্ছে দেশের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম। এছাড়াও স্থগিত হয়েছে এবছরের এইচএসসি পরীক্ষা।
এ পরিস্থিতির কথা বিবেচনা করে অনলাইনে (ভার্চুয়াল) ক্লাস নেওয়া শুরু করেছে হবিগঞ্জের বাহুবল উপজেলার ঐতিহ্যবাহি আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজ কর্তৃপক্ষ।
গত ২৮ শে এপ্রিল থেকে অনলাইনে ক্লাস শুরু করেন আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজের প্রভাষক আবুল খায়ের।
শিক্ষা কার্যক্রম যাতে ব্যহত না হয় তাই বিকল্প উপায়ে শিক্ষার্থীদের এই পাঠদান দেওয়া শুরু করেছে কলেজ কর্তৃপক্ষ।
আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ছাদিকুর রহমান বলেন, বর্তমানে তরুণ প্রজন্ম ফেইসবুক ব্যবহারে খুবই অভ্যস্ত তাই ফেইসবুক লাইভ ক্লাস সমূহ শিক্ষার্থীদের অনেক সহায়ক হবে। তাছাড়া শিক্ষা মন্ত্রণালয়ও কলেজ সমূহে অনলাইন ক্লাস পরিচালনার জন্য পরিপত্র জারি করেছে। তবে সব প্রচেষ্টাই ব্যর্থ হবে যদি যাদের জন্য এই ক্লাস তারা যদি এ ব্যাপারে উদাসীন থাকে। তাই তিনি শিক্ষার্থীদের ক্লাসসমূহ উপভোগ করার আহবান জানান।
উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে করোনাভাইরাস আক্রান্তের সন্ধান পাওয়ার পর গত ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। সর্বশেষ ছুটি বাড়িয়ে আগামী ৫ মে পর্যন্ত করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানও থাকছে এই ছুটির আওতায়। এদিকে পরিস্থিতি খারাপ হলে শিক্ষাপ্রতিষ্ঠান সেপ্টেম্বর পর্যন্ত ছুটি থাকতে পারে এমনটাই জানান দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ের সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান আগ্রহী হয়ে ওঠে অনলাইন শিক্ষা কার্যক্রম পরিচালনায়।