শনিবার, ১০ মে ২০২৫, ১০:১৫ অপরাহ্ন
ওসমানীগরে (সিলেট) প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরে যাত্রীবাহী বাস উল্টে এক পথচারী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৫ জন।
সোমবার (১৬ জুলাই) ভোর ৪টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের তাজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহতরা হলেন- খালেদা বেগম (৬০), মুজিবুর রহমান (৫৫), নজরুল ইসলাম (৩৫), মেহেদি হাসান (২২), আবুল মালেক (১০)। এছাড়া নিহতের নাম-পরিচয় জানা যায়নি।
তামাবিল হাইওয়ের উপ পরিদর্শক মাসুক জানান, এ ঘটনায় নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। বাসটির চালক ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।
বালাগঞ্জ (তাজপুর) ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ ফজলুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন- ঢাকা থেকে ছেড়ে বাসটি ( চট্র মেট্রো-ব-১১-০১৫৮) চলন্ত অবস্থায় হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদেরকে দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।