করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

ওসমানীনগরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১

  • সংবাদ প্রকাশের সময়: সোমবার, ১৬ জুলাই, ২০১৮

ওসমানীগরে (সিলেট) প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরে যাত্রীবাহী বাস উল্টে এক পথচারী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৫ জন।

 

সোমবার (১৬ জুলাই) ভোর ৪টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের তাজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

দুর্ঘটনায় আহতরা হলেন- খালেদা বেগম (৬০), মুজিবুর রহমান (৫৫), নজরুল ইসলাম (৩৫), মেহেদি হাসান (২২), আবুল মালেক (১০)।  এছাড়া নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

 

তামাবিল হাইওয়ের উপ পরিদর্শক মাসুক জানান, এ ঘটনায় নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। বাসটির চালক ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।

 

বালাগঞ্জ (তাজপুর) ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ ফজলুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন- ঢাকা থেকে ছেড়ে বাসটি ( চট্র মেট্রো-ব-১১-০১৫৮) চলন্ত অবস্থায় হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

 

ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদেরকে দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ