রবিবার, ১১ মে ২০২৫, ০১:১১ পূর্বাহ্ন
আব্দুর রাজ্জাক রাজু, চুনারুঘাট (হবিগঞ্জ): ছয় বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো সম্মানজনক কুইন্স এওয়ার্ড পেয়েছে লন্ডন ট্রাডিশন। বিষয়টি নিশ্চিত করেন লন্ডন ট্রাডিশনের কো-ফাউন্ডার, বাংলাদেশ তথা হবিগঞ্জের গর্ব মামুন চৌধুরী।
আন্তর্জাতিক বাজারে ব্রিটেনের ঐতিহ্যবাহী ড্যাফল কোট সফলভাবে তুলে ধরার স্বীকৃতি স্বরূপ ব্রিটিশ প্রধানমন্ত্রীর সুপারিশের প্রেক্ষিতে রাণী দ্বিতীয় এলিজাবেথ ব্যক্তিগতভাবে এবারো লন্ডন ট্রাডিশনকে এওয়ার্ডের জন্য মনোনীত করেন।
এর আগে ২০১৪ সালে একই ক্যাটাগরিতে এই এওয়ার্ড পেয়েছিল লন্ডন ট্রাডিশন।প্রাণঘাতী করোনা ভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হলে রাজমহলে অনারম্ভ অনুষ্ঠানের মাধ্যমে রানীর পক্ষ থেকে এওয়ার্ড হস্থান্তর করা হবে।
এদিকে দ্বিতীয়বারের মতো কুইন্স এওয়ার্ড প্রাপ্তিতে এক বিবৃতিতে লন্ডন ট্রাডিশনের কো-ফাউন্ডার এবং জয়েন্ট ম্যানেজিং ডাইরেক্টর মামুন চৌধুরী বলেছেন, বর্তমান কঠিন সময়ে এটি তাদের জন্য সত্যি একটি অনুপ্রেরনাদায়ক সংবাদ।
কোম্পানীর সঙ্গে সংশ্লিষ্ট সবার কঠোর পরিশ্রমের ফলেই আমরা দ্বিতীয়বারের মতো এই এওয়ার্ড পেয়েছি। এ জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
মামুন চৌধুরী হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ময়নাবাদ গ্রামের কৃতি সন্তান।