করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

হবিগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল

  • সংবাদ প্রকাশের সময়: সোমবার, ১৬ জুলাই, ২০১৮

নিজস্ব প্রতিনিধি: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সাংগঠনিক সম্পাদক মামুন হাসানসহ সকল রাজবন্দিদের মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে হবিগঞ্জ জেলা যুবদল।

সোমবার দুপুর ১ টায় শহরে বিএনপির কার্যালয়ের সামন থেকে জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি প্রধান সড়কে যেতে চাইলে পুলিশের বাধায় আর বেশি দুর যেতে পারেনি। পরে সেখানে পথসভায় বক্তব্য রাখেন, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি কোহিনুর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুর রহমান সেতু, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বাবুল, যুবদল নেতা মোর্শেদ আলম সাজন, শেখ মানুন মিয়া প্রমুখ।

সভায় বক্তারা, অনতিবিলম্বে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সাংগঠনিক সম্পাদক মামুন হাসানসহ সকল রাজবন্দিদের মুক্তির দাবী জানানো হয়। অন্যথায় বাংলার জনগণকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন বক্তারা।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ