করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

হবিগঞ্জে নারী শ্রমিককে ধর্ষনের ঘটনায় মামলা

  • সংবাদ প্রকাশের সময়: সোমবার, ১৬ জুলাই, ২০১৮

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জ সদর উপজেলার বনদক্ষিন গ্রামের কিশোরীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

 

গত শনিবার রাতে বাহুবল উপজেলার বিহারিপুর গ্রামের রজব আলীর পুত্র মামুন মিয়াকে আসামী করে মামলাটি দায়ের করেন মহিলার পিতা ছিদ্দিক আলী। বিষয়টি এলাকায় জানা জানি হলে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়।

 

উল্লেখ্য, সদর উপজেলার উল্লেখিত গ্রামের ছিদ্দিক আলীর কন্যা প্রাণকোম্পানীতে কাজ করে আসছিল। গত শনিবার দুপুরে সে মাধবপুর উপজেলার শাহজিবাজার এলাকার প্রাণ কোম্পানীতে ফ্যাক্টরীতে যাওয়ার পথে সদর উপজেলার ধুলিয়াখাল থেকে মামুন মিয়াসহ দুই যুবক তাকে একটি সিএনজিতে করে জোর করে তুলে চুনারুঘাটে নিয়ে যায়।

 

পরে চুনারুঘাটের একটি পার্কে তাকে পালাক্রমে ধর্ষণ করে। পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি হবিগঞ্জ সদর থানা পুলিশ জানতে পেরে থানার এসআই পলাশ চন্দ্র দাসের নেতৃত্বে একদল পুলিশ হাসপাতাল এলাকা থেকে বাহুবল উপজেলার বিহারীপুর গ্রামের রজব আলীর পুত্র ধর্ষক মামুন মিয়াকে আটক করে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ