রবিবার, ১১ মে ২০২৫, ০৭:৪৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগেঞ্জ শহরতলীর ভাদৈ গ্রামে গলায় ফাঁস দিয়ে জহির মিয়া (৩০) নামে এক যুবক গলায় ফাস দিয়ে আত্মহত্যা করেছে।
সে ভাদৈ গ্রামের মৃত ইউনুছ আলীর পুত্র।
রোববার (১৫ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল উল্লেখিত সময়ে জহির মিয়া সকলের অগোচরে গিয়ে ঘরের তীরের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়।
পরে বিষয়টি স্থানীয় লোকজন আচ করতে পেরে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে পরীক্ষা নিরীক্ষা শেষে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে সে সম্পর্কে কোন কিছু জানা যায়নি।