করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

করোনায় আক্রান্ত সুনামগঞ্জের গরীবের ডাক্তার

  • সংবাদ প্রকাশের সময়: বুধবার, ১৫ এপ্রিল, ২০২০

নিজস্ব প্রতিনিধি, সুনামগঞ্জ: সুনামগঞ্জের ছাতক উপজেলার চিকিৎসক মঈন উদ্দিন করোনাক্রান্ত হয়ে মারা গেছেন। এবার সুনামগঞ্জের আরেক চিকিৎসকের শরীরে ধরা পড়েছে করোনা। এই চিকিৎসক ঢাকার নারায়ণগঞ্জে করোনা রোগীদের জন্য নির্ধারিত ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের প্রধান চিকিৎসা তত্ত্বাবধায়ক ও উপপরিচালক (স্বাস্থ্য)।

আজ বুধবার বিকালে তিনি নিজের আক্রান্ত হওয়ার তথ্য সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জ সদরের মুক্তারপাড়ায়।

এ চিকিৎসক সংবাদমাধ্যমকে জানান, কয়েকদিন ধরে জ্বর, সর্দি ও কাশিসহ করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গ ছিল তার মধ্যে। গত সোমবার তার শরীরের নমুনা নিয়ে পরীক্ষা করেন আইইডিসিআরের প্রতিনিধিরা। আজ বুধবার দুপুরে তাকে করোনা পজিটিভ বলে জানানো হয়।

তিনি আরো জানান, বর্তমানে তিনি আইসোলেশনে আছেন।

জানা গেছে, নারায়ণগঞ্জের ওই ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মেডিসিন বিভাগের এক চিকিৎসক করোনাক্রান্ত। ওই চিকিৎসকের মাধ্যমে সুনামগঞ্জের ওই চিকিৎসক আক্রান্ত হয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

প্রসঙ্গত, আক্রান্ত এই চিকিৎসক সুনামগঞ্জে ‘গরীবের ডাক্তার’ হিসেবে পরিচিত।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ