শনিবার, ১০ মে ২০২৫, ০৪:২৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি, সিলেট: সিলেট-ঢাকা মহাসড়কের লালাবাজার সাতমাইল নামক স্থানে বাস-ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন।
রোববার (১৫ জুলাই) বেলা দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী স্থানীয় সূত্র জানায়, সিলেট থেকে ছেড়ে যাওয়া শেরপুরগামী যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছামাত্র একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাসের দুই পুরুষ যাত্রী নিহত হন। আহত হন অন্তত ৩০ জন।
হতাহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে।
সিলেটের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নিহতদের বয়স আনুমানিক ৩০/৩৫ বছর হবে। এছাড়া দুর্ঘটনায় ৩০ জন নারী-পুরুষ আহত হয়েছেন।