করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

প্রবাসে মৃত্যুর মিছিল, শোকাভিভূত সিলেট

  • সংবাদ প্রকাশের সময়: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০

আবদুল কাদের তাপাদার◾

বৈশ্বিক করোনা ভাইরাসের ভয়াল থাবা থেকে এখনো বাংলাদেশ অপেক্ষাকৃত ভালো অবস্থায় রয়েছে। মানুষের চলাচল ও জীবনযাত্রা সীমিত করে লকডাউন চললেও চাপা আতংক আর উদ্বেগের মাঝেও এক ধরনের স্বস্তি রয়েছে এদেশে। কিন্তু আমেরিকার নিউইয়র্ক আর ইংল্যান্ডের লন্ডন জুড়ে বাড়ছে করোনায় মৃত্যুর মিছিল।

সিলেটের হাজার হাজার প্রবাসী অধ্যুষিত আধুনিক বিশ্বের সবচেয়ে জনবহুল এই দুই শহরে করোনায় মারা গেছেন সিলেটবাসীর অনেক স্বজন পরিজন আপনজন। এই মৃত্যুর সংখ্যা নেহাত কম নয়। করোনায় স্বজনদের মৃত্যুতে এখন গোটা সিলেট শোকাভিভূত।

শোকাবহ পরিবেশ যেমন বিরাজ করছে নিজ স্বজন পরিজনদের পরিবারে তেমনি সেই শোকের রেশ ছড়িয়ে পড়েছে সিলেটময়। সোস্যাল মিডিয়ার এক একটি শোক সংবাদ যেনো দ্বিতীয় লন্ডন বলে পরিচিত সিলেটের সর্বত্র আলোচনার বিষয়। একজন আরেকজন থেকে দুঃসঃবাদ ছড়িয়ে পড়েছে শোকাভিভূত সিলেটবাসীর মুখে মুখে ।

ইতোমধ্যে সিলেট শহরের পীরমহল্লা ও এর আশপাশের
দুজনের মৃত্যুর খবরে এলাকায় বইছে শোকের বন্যা।করোনায় মৃত্যুর পর লাশের ধারেকাছেও যাওয়া যায় না।লাশ দাফন করতে পারেন না আত্মীয় স্বজন। ঘরবাড়ি লকডাউন করে দেয়া হয়। এক ভয়ানক পরিস্থিতি পার করতে হয় শোকার্ত পরিবার ও স্বজনদের। যেটা হয়তো বাইরের কারো আন্দাজ করাও কঠিন হয়ে পড়ে।

আমেরিকা ইংল্যান্ড ছাড়াও ইউরোপে করোনায় ভয়াবহ আক্রান্ত স্পেন, ইতালি, ফ্রান্সেও আছেন হাজার হাজার সিলেটী ও বাংলাদেশী প্রবাসী। সেসব দেশে চলছে মৃত্যুর মিছিল। এই মিছিলে শামিল হচ্ছেন অনেক প্রবাসী। তাছাড়া আক্রান্ত আছেন অনেক বাংলাদেশী। সেখানে এক ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে।

পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যে প্রবাসী সাংবাদিকরাও শোকে কাতর এখন। লন্ডনে সাপ্তাহিক দেশ সম্পাদক সাংবাদিক তাইসির মাহমুদ প্রতিদিন ফলোআপ দিচ্ছেন ফেইসবুকে। সাংবাদিক আতিকুর রহমান তার আইডিতে যে কোনো সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে বলেছেন। তিনি সকলের কাছে ক্ষমা চেয়েছেন ভুল ত্রুটির জন্য।

স্পেনের সিনিয়র সাংবাদিক একাত্তর টিভির নুরুল ওয়াহিদ তার ফেইসবুক আইডিতে আল্লাহ যদি খুশি থাকেন তাহলে মৃত্যু অথবা বেঁচে থাকা সবটাতেই তিনিও খুশি বলে দুই বাক্যের এক আবেগঘন পোস্ট দিয়েছেন। প্রতিদিন নুরুল ওয়াহিদ টিভিতে শোকাভিভূত হৃদয়ে আপডেট দিয়ে যাচ্ছেন। স্পেন বাংলা প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সাংবাদিক ও লেখক মিনহাজুল আলম মামুন ভয়াবহতা তুলে ধরেন আমার সাথে আলাপকালে।

লন্ডনে সিলেটী প্রবাসীদের আতংক, উদ্বেগ আর চরম
উৎকন্ঠা বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে জুড়ে আলাপকালে সহপাঠী বন্ধু সিলেট নগরের কালিঘাট কামালগড় নিবাসী মুহিবুজ্জামান রেজা ও লন্ডন যুবলীগের সহ-সভাপতি মিসবাহ উজ্জামান মাসুম সেখানকার করোনার ভয়াবহ পরিস্থিতি তুলে ধরেন ।

লন্ডন, নিউইয়র্ক কিংবা অন্য কোনো দেশে সিলেটের একজন প্রবাসীর মৃত্যু মানে সিলেটে তার পরিবার, পরিজন আত্মীয় স্বজনের অপূরণীয় ক্ষতি। যে ক্ষতি আর কেউ পূরণ করতে পারে না।

এ দিকে যুক্তরাজ্যে লুটনে মারা গেছেন দিবুল আহমদ সিলেট দক্ষিন সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের ভাংগী গ্রামের হাসান আহমদ ফুলবাবু মিয়ার পুত্র দিবুল আহমদ করোনায় আক্রান্ত হয়ে ১লা এপ্রিল লুটন হাসপাতালে ইন্তেকাল করেছেন। তিনি যুক্তরাজ্যের লুটনে বসবাস করতেন। নিউইয়র্কে করোনায় মারা গেছেন কুলাউড়া উপজেলার মেয়ে নিশাত আফসারী।

কয়েকদিন আগে লন্ডনের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন মনির উদ্দিন আহমেদ। বৃহস্পতিবার ৩ এপ্রিল বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে তারই বড় ভাই সিরাজ উদ্দিন আহমদও লন্ডনের একটি হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে মারা যান। সিরাজ উদ্দিন ও মনির উদ্দিনের বাড়ি সিলেট ওসমানীনগরের উমরপুর ইউনিয়নের নিজ মান্দারুকা গ্রামে।

দুই ভাইয়ের মৃত্যুর খবরে তাদের আত্মীয়-স্বজনদের মাঝে নেমে আসে শোকের ছায়া। গত ২৭ মার্চ মনির উদ্দিন আহমেদ লন্ডনের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

 

লেখকঃ সম্পাদক- এখন সিলেট ডটকম। 

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ