শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১১:৪১ পূর্বাহ্ন
সিদ্দিকুর রহমান মাসুম: হবিগঞ্জ জেলা জাসাস এর সভাপতি, বাহুবল উপজেলার চেয়ারম্যান প্রার্থী সাবেক ছাত্র রাজনীতির দিক-নির্দেশক, পরিচ্ছন্ন রাজনীতির শুদ্ধ সাবেক ছাত্রনেতা, বর্তমান সময়ের তরুন নেতৃত্বের রোল মডেল,সততা,নিষ্ঠার মাইল ফলক , আপনি বিরোধী দলের মিজান, দলের বিপদের পাহারাদার, আমার অভিবাবক, আমার আদর্শ, আমার নেতা আমার রাজনীতির শিক্ষক রাজপথের বিপ্লবী কারানির্যাতিত নেতা,অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী ভাইয়ের ৪৩ শুভ জন্মদিন আজ।
শুভ জন্মদিনে আমার ব্যক্তিগত পক্ষ হতে এবং হবিগঞ্জ পৌর জাসাস এর পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন এবং সুন্দর এই ভুবনে সুন্দরতম জীবন হোক আপনার পূরণ হোক প্রতিটি স্বপ্ন, প্রতিটি আশা আপনার সাথে কালও ছিলাম আজও আছি আপনার পথ চলায়, প্রমিজ করছি থাকবো সারাটা জীবন “আমার প্রিয় নেতার জন্ম দিনে শুভেচ্ছা আর হাজার সালাম পৌছে দিলাম আমার তরফ থেকে।
আপনি এসেছিলে আমাদের বাহুবলবাসীর অহঙ্কার, গর্ব আশা অখাঙ্কার প্রতিক হয়ে, আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান , বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের অাদর্শের সৈনিক, আপনি আমাদের লক্ষ মানুষের ভাই, আপনার ভালবাসা আর স্নেহে আমরা আজও আছি আগমীতেও থাকবো।
আপনার জন্ম দিনে আমি দোওয়া করি, আল্লাহ রব্বুল আলামীন আপনাকে সাহস, শক্তি, দিক।আপনি আমাদের আশা আখাঙ্খার প্রতিক হয়ে বেঁচে থাকবেন যুগ যুগ ধরে। আমাদের স্বপ্ন আমাদের স্বাধ, আমাদের চলার পথ আপনার প্রেরনায় গতি ফিরে পাবে। আপনার ভালবাসায় প্রতিটি মানুষ শিক্ত হোক।আপনার চেষ্টায় আমাদের বাহুবল তথা দেশ আরো উন্নতির জোয়ার বয়ে যাক। জন্ম দিনে এই কামনা করি। শুভ জন্ম দিন।
(জন্ম দিনের উপহার একটি গান https://banglasonglyrics.com/99/%E0%A6%86%E0%A6%9C-%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8-%E0%A6%A4%E0%A7%8B%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0/
আজকের আকাশে অনেক তারা, দিন ছিল সূর্যে ভরা,
আজকের জোছনাটা আরো সুন্দর, সন্ধ্যাটা আগুন লাগা
আজকের পৃথিবী তোমার জন্য ভরে থাকা ভালো লাগা
মুখরিত হবে দিন গানে গানে আগামীর সম্ভাবনা
তুমি এই দিনে পৃথিবীতে এসেছ ,
শুভেচ্ছা তোমায়
তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর
উচ্ছল দিন কামনায়
আজ জন্মদিন তোমার
তোমার জন্য এই রোদেলা স্বপ্ন সকাল
তোমার জন্য হাসে অনরল স্নিগ্ধ বিকেল
ভালবাসা নিয়ে নিজে তুমি, ভালোবাসো সব সৃষ্টিকে
তুমি এই দিনে পৃথিবীতে এসেছ ,
শুভেচ্ছা তোমায়
তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর
উচ্ছল দিন কামনায়
আজ জন্মদিন তোমার
তোমার জন্য ফোঁটা পৃথিবীর সব গোলাপ
তোমার জন্য এই কবিতা নয় সে প্রলাপ
আলোকিত হয়ে নিজে তুমি, আলোকিত কর পৃথিবীকে
তুমি এই দিনে পৃথিবীতে এসেছ ,
শুভেচ্ছা তোমায়
তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর
উচ্ছল দিন কামনায়
আজ জন্মদিন তোমার
শুভেচ্ছান্তে
সিদ্দিকুর রহমান মাসুম
সভাপতি
জাসাস, হবিগঞ্জ পৌরসভা।