করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

আজমিরীগঞ্জে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

  • সংবাদ প্রকাশের সময়: রবিবার, ১৫ জুলাই, ২০১৮

আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জ টানবাজারে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এ ছাড়া তাদের গুদাম থেকে ২৮৬ পিচ কারেন্টজাল জব্দ করে বিনষ্ট করা হয়েছে।

 

শনিবার (১৪ জুলাই) বিকালে আজমিরীগঞ্জ পৌরসভাধীন টানবাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার দেবাংশু কুমার সিংহ।

 

সহযোগীতা করেন, থানার এস আই সমীরণ দাশ, বিকাশ দেবনাথ ও জাহাঙ্গীর আলমসহ একদল পুলিশ। ওই সময়ে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালিত হয়। নিষিদ্ধ কারেন্টজাল বিক্রির দায়ে মোঃ আবু তাহেরকে নগদ ১০ হাজার ও হেলাল মিয়াকে নগদ ৮ হাজারসহ মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। পরে দু’ ব্যবসায়ীর গুদাম থেকে ২৮৬ পিচ কারেন্টজাল জব্দ করা হয়। যার মূল্য অনুমানিক লক্ষাধিক টাকা।

 

সন্ধ্যায় আজমিরীগঞ্জ থানা প্রাঙ্গণে জব্দকৃত ২৮৬ পিচ নিষিদ্ধ কারেন্টজালে আগুন লাগিয়ে বিনষ্ট করে দেয়া হয়।

 

 

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ