রবিবার, ১১ মে ২০২৫, ১২:৫২ পূর্বাহ্ন
করাঙ্গীনিউজ: বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে ইতালিতে একদিনে প্রাণ গেল আরও ৭৫৬ জনের। এ নিয়ে দেশটিতে করোনাভাইরাসের মৃত্যু হয়েছে ১০ হাজার ৭৭৯ জনের। এছাড়াও প্রায় ৪ হাজার করোনা আক্রান্ত রোগীর অবস্থা আশঙ্কাজনক।
রবিবার গত একদিনের মৃত্যু ও আক্রান্তের সংখ্যার এ তথ্য জানিয়েছে দেশটির সিভিল প্রোটেকশন এজেন্সি।
গত একদিনে ইতালিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ২১৭ জন। এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৯৭ হাজার ৬৮৯ জন। আক্রান্তদের মধ্যে অবশ্য ১৩ হাজার ৩০ জন সুস্থ হয়েছেন।
চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া এই মহামারী করোনাভাইরাসে বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ইউরোপের এই দেশটিতে।