শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪৮ অপরাহ্ন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে সনাতন ধর্মের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা কঠোর নিরাপত্তা ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল ৫টায় ভানুগাছ বাজারস্থ কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ী থেকে স্থানীয় গৌরভক্ত সংঘের আয়োজনে এক বর্ণাঢ্য রথযাত্রা শোভাযাত্রা বের হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রথযাত্রা শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের আহবায়ক মো: জুয়েল আহমেদ।
কমলগঞ্জ গৌরভক্ত সংঘের সংঘাধ্যক্ষ অবিনাশ পালের সভাপতিত্বে ও সদস্য সুমন কান্তি দে এর সঞ্চালনায় বক্তব্য রাখেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: মোকতাদির হোসেন পিপিএম, মৌলভীবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি অধ্যাপক মোহন চন্দ্র দেব, কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর লাল সাহা, সাবেক সাধারণ সম্পাদক মধূসুদন পাল প্রমুখ। এ সময় উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি প্রণয় দত্ত, ভানুগাছ বাজার পৌর বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. সানোয়ার হোসেন, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম রুহেল, গৌরভক্ত সংঘের উপাধ্যক্ষ প্রমেশ পাল, নিবারন পাল, সচিব ভূষন রায়, কোষাধ্যক্ষ দীপক রঞ্জন দাসসহ ভক্তবৃন্দ।
শোভাযাত্রাটি ভানুগাছ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় দুর্গাবাড়ীতে এসে সমাপ্ত হয়। হিন্দু সম্প্রদায়ের শত শত নারী-পুরুষ রথযাত্রা শোভাযাত্রায় অংশ নেন।
শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে কমলগঞ্জ কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গাবাড়ীতে স্থানীয় গৌরভক্ত সংঘের আয়োজনে ৯ দিনব্যাপী নানা মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
৯ দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে রয়েছে- মঙ্গল আরতি, দর্শন আরতি, মহাভোগরাগ, ধর্মীয় আলোচনা সভা, হরিনাম সংকীর্তন, মহাপ্রসাদ বিতরণ, আরতি কীর্তন, ভাগবত কথা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, আরতি কীর্তন প্রভৃতি। এদিকে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে কমলগঞ্জ উপজেলার বিভিন্ন চা বাগান সহ মাধবপুর, আদমপুর, শমশেরনগর, পতনঊষার, রহিমপুর, আলীনগর, ইসলামপুর, মুন্সীবাজার ইউনিয়নের বিভিন্ন স্থানের মঠ-মন্দিরে ৯ দিন ব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
আগামী ১৫ জুলাই রোববার উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ উৎসব শেষ হবে।