রবিবার, ১১ মে ২০২৫, ০৬:৫০ অপরাহ্ন
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় শিক্ষিকার বেত্রাঘাটে দ্বিতীয় শ্রেণীর ছাত্র জাবেদ খাঁন আহত হয়েছে।
শনিবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জগতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনাটি ঘটে। আহত জাবেদ খান জগতপুর গ্রামের রফিক খানের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সকালে বিদ্যালয়ের ক্লাসরুমে দুই ছাত্রের মধ্যে ঝগড়া হয়। খবর পেয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহানারা বেগম ক্লাসরুমে গিয়ে স্টিলের স্কেল দিয়ে ছাত্র জাবেদকে মাথায় আঘাত করেন। এতে তার মাথা ফেটে যায়। এ খবর পেয়ে জাবেদ খানের পিতা রফিক খান তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা করান। তার মাথায় সেলাই দেয়া হয়েছে।
রফিক খান বলেন, এ ঘটনাটি বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, সকল সদস্যসহ স্থানীয় ইউপি মেম্বারকে অবগত করা হয়েছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা হায়দার আলী বলেন, দুই ছাত্রের মধ্যে ঝগড়া হলে প্রধান শিক্ষক ক্লাস রুমে গিয়ে ছাত্রদের ঝগড়া থামাতে বেত্রাঘাত করেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ।