শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২১ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি, সিলেট: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে নির্বাচন কমিশনের মত বিনিময় শুরু হয়।
শনিবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১১টার নগরীর রিকাবীবাজারস্থ কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে দিকে সিলেট জেলা রিটার্নিং অফিসার কার্যালয়ের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মেয়র প্রার্থীরা তাদের বক্তব্যে সিলেটের সার্বিক নির্বাচনী পরিবেশের প্রশংসা করেছেন।
তবে তাদের দাবি এই পরিবেশ যেনো অব্যাহত থাকে। নির্বাচন কমিশন যেনো সবার সাথে একচোখা নীতি অবলম্বন করেন।
প্রার্থীদের দাবির বিপরীতে অনুষ্ঠানের প্রধান অতিথি নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম লিখিত অভিযোগ দেয়ার অনুরোধ জানিয়েছেন। লিখিত অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেয়ার অাশ্বাস দিয়ে তিনি বলেন, নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে এবং করবে।
অনুষ্ঠানের বিশেষ অতিথি সিলেটের বিভাগীয় কমিশনার নাজমানারা খানুম বলেছেন- নির্বাচনে দুইচোখা নীতি প্রদর্শনের কোন সুযোগ নেই। অামরা প্রশাসনের মানুষ কোনভাবেই কারও পক্ষ নিয়ে কাজ করছি না। সার্বিক পরিস্থিতি যাতে সুষ্ঠ, স্বচ্ছ ও নিরপেক্ষ থাকে এ ব্যাপারে নির্বাচন কমিশন কাজ করছে।
নির্বাচনের রিটার্নিং অফিসার অালীমুজ্জামনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার গোলাম কিবরিয়া ও সিলেটের জেলা প্রশাসক নুমেরি জামান।