করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

বড়লেখায় ট্রাক চাপায় অটোরিক্সা যাত্রী নিহত

  • সংবাদ প্রকাশের সময়: শনিবার, ১৪ জুলাই, ২০১৮

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় ট্রাক চাপায় নাজিম উদ্দিন (৫০) নামের এক সিএনজি অটোরিক্সা যাত্রী নিহত হহয়েছেন।

তিনি উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের কলাজুরা পূর্ব-হাতলিয়া গ্রামের মৃত ইছবর আলীর ছেলে।

শনিবার (১৪ জুলাই) সকাল ১১টায় কুলাউড়া-বড়লেখা আঞ্চলিক মহাসড়কের সফরপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। ঘটনার পর ঘাতক ট্রাক চালক পালিয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সকাল ১১টার সময় নাজিম উদ্দিন অটোরিকশাযোগে কুলাউড়ার দিকে যাচ্ছিলেন। এসময় বিপরিত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলে নাজিম মারা যান। ঘটনার পর ট্রাকসহ চালক পালিয়েছে। তাকে আটকের চেষ্টা চলেছে।

বড়লেখা থানার এসঅাই অমিতাভ দাস তালুকদার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ