করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

কমলগঞ্জে বনগাঁও গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধন

  • সংবাদ প্রকাশের সময়: শুক্রবার, ১৩ জুলাই, ২০১৮

পিন্টু দেবনাথ, কমলগঞ্জ  (মৌলভীবাজার): মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের বনগাঁও-এ সরকারী অর্থায়নে আনুষ্ঠানিকভাবে বিদ্যুতায়ন করা হয়।

শুক্রবার (১৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় সাবেক ইউপি চেয়ারম্যান সাব্বির আহমদ ভূঁইয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে বিদ্যুতায়নের উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ আসনের সাংসদ সাবেক চিফ হ্ইুপ উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোসাদ্দেক আহমদ, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোকতাদির হোসেন পিপিএম, মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ মো: হেলাল উদ্দীন, জেলা পরিসদ সদস্য বদরুজ্জামান সেলিম, রহিমপুর ইউনিয়নের চেয়ারম্যান ইফতেখার আহমদ, মুন্সীবাজার ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মোতালিব তরফদার, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ আঞ্চলিক কার্যালয়ে উপ-মহাব্যবস্থাপক মো:মোবারক হোসেন সরকার ও কমলগঞ্জ উপজেলা আওয়ামীগের সাংগঠনিক সম্পাদক হারুন-অর-রশীদ ভূঁইয়া।

মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ আঞ্চলিক কার্যালয়ে উপ-মহাব্যবস্থাপক মো:মোবারক হোসেন সরকার জানান, এ গ্রামে ৫ কিলোমিটার এলাকার মোট ২৮৬ গ্রাহের সংযোগের মধ্যে শুক্রবার ১৭৬ জন গ্রাহকের সংযোগ দেওয়া হয়। এ জন্য ব্যয় হয়েছে ৭৫ লাখ টাকা।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ