শনিবার, ১০ মে ২০২৫, ০৪:২৭ অপরাহ্ন
গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে মোটরসাইকেল ও ট্রাকের মধ্যের সংঘর্ষে এক কলেজছাত্রী নিহত হয়েছেন।
শুক্রবার (১৩ জুলাই) বেলা ২টায় হেতিমগঞ্জ বাজারের সম্মুখে এ ঘটনাটি ঘটে।
নিহত শিউলী আক্তার রিমা (২০) গোলাপগঞ্জ পৌর এলাকার ঘোষগাঁও (খালপাড়) গ্রামের নোমান উদ্দিনের মেয়ে।
এ ঘটনায় রিমার চাচাতো ভাই পৌর কাউন্সিলর জবান আলীর ছেলে জুম্মান আহমদ (২২) আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে অসুস্থ বোনকে দেখতে চাচাতো ভাই জুম্মানের সাথে মোটরসাইকেলে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে যাচ্ছিলেন রিমা। হেতিমগঞ্জ বাজারে পৌঁছামাত্র মোটরসাইকেলকে পেছন থেকে আসা একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৫-৫৩৪৩) ধাক্কা দেয়। এতে তারা মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। এসময় ঘটনাস্থলেই নিহত হন রিমা, গুরুতর আহত অবস্থায় জুম্মানকে ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
খবর পেয়ে লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে প্রেরণ করে গোলাপগঞ্জ থানা পুলিশ। ট্রাকটিও জব্দ করা হয়েছে।
থানার ওসি একেএম ফজলুল হক শিবলী জানান, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।