রবিবার, ১১ মে ২০২৫, ০৩:৩৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের চানপুর ও ধুপাখাল গ্রামে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে দুই মাদক সেবীকে আটক করেছে।
পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদন্ড ও অর্থদন্ড দেয়া হয়।
বৃহস্পতিবার (১২ জুলাই) বিকেলে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের এসআই সিদ্দিকুর রহমান ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট রিগ্যান চাকমার নেতৃত্বে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
এসময় চানপুর গ্রামের আনেয়ার আলীর পুত্র সেতু মিয়া (২৫) কে গাজা সেবনের অপরাদে ৫ হাজার টাকা অর্থদন্ড ও অপরদিকে গাজা সেবক ও বিক্রির অপরাধে ধুপাখাল গ্রামের মৃত চেরাগ আলীর পুত্র ফারুক মিয়া (৪০) এক মাসের কারাদন্ড প্রধান করা হয়।
বৃহস্পতিবারই ফারুক কে কারাগারে প্রেরণ করা হয়।
৩