• Youtube
  • English Version
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৯:০৫ অপরাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

মাধবপুরে হেলে থাকা বিদ্যুতের তারে পৃষ্ট হয়ে নৌকার মাঝি নিহত

  • সংবাদ প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ জুলাই, ২০১৮

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে বর যাত্রী বাহী নৌকার মাঝি বিদ্যুৎ পৃষ্ট হয়ে নিঁখোজ হওয়ার ১৭ ঘন্টা পর নদী থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার আদাঐর গ্রামের অদূরে খাস্টি নদীতে।

আদাঐর ইউপি চেয়ারম্যান ফারুক পাঠান জানান, গত বুধবার দুপুর ১টার দিকে পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার হরিপুর গ্রাম থেকে বরযাত্রী নিয়ে নৌকা যোগে মাধবপুর উপজেলার জোয়ালভাঙ্গা কনের বাড়িতে যাওয়ার পথে আদাঐর গ্রামের অদূরে খাস্টিনদীতে হেলে থাকা বিদ্যুতের তারে নৌকার বৈঠা লেগে গিয়ে মাঝি আবুল খায়ের বিদ্যুৎ পৃষ্ট হয়ে নদীতে পড়ে যায়। এরপর তাকে আর খোঁজে পাওয়া যাচ্ছিল না।

খবর পেয়ে সিলেট থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল সন্ধ্যা সাড়ে ৭টায় নদীতে উদ্ধার অভিযানে চালালেও রাত ১টা পর্যন্ত আবুল খায়েরের কোন সন্ধান পায়নি। বৃহষ্পতিবার সকাল ৭টার দিকে নদীতে লাশ ভেসে উঠলে পুলিশ তা উদ্ধার করে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী জানান, নিহত আবুল খায়ের পাশ্ববর্তী নাসিরনগর উপজেলার হরিপুর গ্রামের টেকপাড়া এলাকার মৃত রহমত আলীর ছেলে। দুর্ঘটনায় নৌকার মাঝি নিহতের ঘটনা ঘটলেও নৌকার আরোহীরা অক্ষত অবস্থায় রয়েছে। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এরআগেও একই স্থানে হেলে থাকা বিদ্যুতের তারে নৌকা লেগে একাধিকবার হতাহতের ঘটনা ঘটেছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ