• Youtube
  • English Version
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০২:৪২ অপরাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

নিউইয়র্কে একুশে উদযাপন

  • সংবাদ প্রকাশের সময়: রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২০

নিউইয়র্ক প্রতিনিধি: নিউইয়র্কের ব্রঙ্কসে প্রভাতফেরির মধ্য দিয়ে মহান একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে।

ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে সম্মিলিত আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপন অনুষ্ঠানে যোগদান শেষে হৃদয়ে বাংলাদেশ একুশে ফেব্রুয়ারীর প্রথম প্রহরে প্রভাত ফেরি, শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করা হয়।

স্টারলিং-বাংলাবাজার এলাকায় এশিয়ান ড্রাইভিং স্কুলের দেয়ালে অঙ্কিত বাংলাদেশ ম্যুরাল’র সামনে সংগঠনটি এ আয়োজন করে। বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে একুশে ব্যানার, পোষ্টার, ফেষ্টুন হাতে প্রভাত ফেরিতে অংশ নেন মুক্তিযোদ্ধা, কবি, সাহিত্যিক, সাংবাদিক, ব্যবসায়ী, সংস্কৃতিকর্মী, সমাজকর্মী, রাজনীতিবিদ বহু প্রবাসী বাংলাদেশী।

আয়োজকরা জানান, ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসের সামনে থেকে প্রভাতফেরিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এশিয়ান ড্রাইভিং স্কুলের দেয়ালে অংকিত শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়। একুশের গান গেয়ে ফুল হাতে প্রথমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রবাসীরা। একে একে শহীদদের পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানায় হৃদয়ে বাংলাদেশ, মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক টেস্ট কমান্ড, সম্মিলিত বঙ্গবন্ধু শত বর্ষ উদযাপন পরিষদ যুক্তরাষ্ট্র, বাংলাদেশি আমেরিকান কালচারাল এসোসিয়েশন ইনক, ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশন অব আমেরিকা ইনক, বহত্তর ময়মনসিংহ, নেত্রকোনা জেলা এসোসিয়েশন ইনক, সাজুফতা সাহিত্য ক্লাব, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস, উইমেন্স এসোসিয়েশন অব ব্রঙ্কস, খলিল বিরানী হাউজ, বাংলা ক্লাব ইউএসএ, বাঙালীর চেতনা মঞ্চ, বাংলাদেশ স্পোর্টস ফাউন্ডেশন, কুমিল্লা সোসাইটি, যুক্তরাষ্ট্র যুবলীগ, ফাল্গুনী ক্যাটারিং সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও নানা শ্রেণী পেশার মানুষ। ১৫ টি সংগঠন সহ দলমত নির্বিশেষে সর্বস্তরের প্রবাসীরা একুশের এ অনুষ্ঠানমালায় যোগ দেন। জনপ্রিয় শিল্পী শারমিন তানিয়া সহ অন্যান্য শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

অনুষ্ঠানে হৃদয়ে বাংলাদেশ’র সভাপতি সাইদুর রহমান লিংকনের সভাপতিত্বে এবং সংগঠনের সহ সভাপতি বদরুজ্জামান রুহেল, সাধারণ সম্পাদক পল্লব সরকার ও যুগ্ম সম্পাদক মাকসুদা আহমেদের পরিচালনায় অন্যদের মধ্যে ছিলেন মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন মজুমদার, রাজনীতিক-সংগঠক আব্দুর রহিম বাদশা, আবদুল হাশিম হাসনু, তিতাস মাল্টি সার্ভিসের কর্ণধার মেহের চৌধুরী, কবি জুলি রহমান, কবি নাসরিন চৌধুরী, কবি পারভীন বানু, কমিউনিটি এক্টিভিস্ট মাহবুবুল আলম খসরু, আনোয়ারুল আলম ভূইয়া, এমডি আলাউদ্দিন, হৃদয়ে বাংলাদেশ’র উপদেষ্টা যুদ্ধবন্দী আব্দুর রহমান ও মামুন রহমান, সাংগঠনিক সম্পাদক রায়হান জামান রানা, অর্থ সম্পাদক আলিমুল ইসলাম বান্টি, আপ্যায়ন সম্পাদক মাসুদ ফকির, প্রচার সম্পাদক মোতাসিন বিল্লাহ তুষার, সাংস্কৃতিক সম্পাদক শারমিন রহমান তানিয়া, সমাজ কল্যাণ সম্পাদক নীলোৎফল সরকার ধ্রুব, দপ্তর সম্পদক মার্গারেট মল্লিক, কার্যকরী সদস্য মাসুদুর রহমান শাহিন, ফয়সাল আহমেদ, শারমিন মিথিলা বাঁধন, পাপিয়া সুলতানা এবং আতিয়া বিনতে আজিজ লিয়া সহ কমিউনিটি’র বিশিষ্ট ব্যক্তি বর্গ।

 

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ