• Youtube
  • English Version
  • শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৬ অপরাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

হবিগঞ্জের মাঠ ও মঞ্চ কাপানো তারাকারা পেলেন অনুদান

  • সংবাদ প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ জুলাই, ২০১৮

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: এক তারা বা বেহালা, দু’তালায় সুরের মুর্ছনায় দর্শকদের বিমোহিত করেন আবার কেউ মাঠে ময়দানে ক্রীড়া নৈপুন্যে দর্শকদের বিনোদন দেন। হবিগঞ্জ জেলার আনাচে-কানাচে ছড়িয়ে পড়া এ ধরণের শিল্পী এবং খেলোয়াড়দেরকে সরকারিভাবে অনুদান প্রদান করা হয়েছে।

বুধবার বিকেলে হবিগঞ্জের জেলা প্রশাসন এক অনুষ্ঠানে সংস্কৃতি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত এই অনুদানের টাকা তুলে দেয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক ফজলুল জাহিদ পাভেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ।

বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্জিনা খাতুন।

অনুষ্ঠানে ২৬ জন সংস্কৃতিসেবীকে ৪ লাখ ২২ হাজার ২০০ টাকা, ১২টি সাংস্কৃতিক সংগঠনকে ২ লাখ ৫ হাজার টাকা এবং ১৯টি ক্রীড়া ক্লাব/শিক্ষা প্রতিষ্ঠানকে ৪ লাখ ৬০ হাজার টাকা বিরতণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ