বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৯:৫৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জ শহরের রাজনগর এলাকায় পুকুড়ের পানিতে ডুবে মুনসাদ মিয়া (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
বুধবার (১১ জুলাই) বিকাল ৫টায় এ ঘটনা ঘটে।
মুনসাদ ওই এলাকার নূরে আলমের পুত্র।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, বিকালে মুনসাদ খেলাধূলার এক পর্যায়ে রাজনগর কবরস্থান এলাকায় গাছ থেকে লাফ দিয়ে পুকুড়ের পানিতে পড়ে। অনেক্ষণ খোঁজাখুজির এক পর্যায়ে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের চিকিৎসক ডাঃ ত্রিলোক চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।