করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

শাবিপ্রবিতে ‘কিন’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • সংবাদ প্রকাশের সময়: শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২০

নিজস্ব প্রতিনিধি, সিলেট: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘কিন’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি।

এর মধ্যে প্রথম দিন বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেলে ৩টায় বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় সংগঠনের টেন্টে কেক কাটা ও চাবির রিং উদ্বোধনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এছাড়া বিকেল ৪টা থেকে অজুর্নতলায় পিঠা উৎসবের আয়োজন করেছে সংগঠনটি।

কেক কাটার সময় উপস্থিত ছিলেন কিনের উপদেষ্টা বাংলা বিভাগের অধ্যাপক ড. ফারজানা সিদ্দিকা, সভাপতি নাফিজ ইমতিয়াজ, সাধারণ সম্পাদক নৈলি সাইনসহ সংগঠনের সাবেক-বর্তমান সদস্যবৃন্দ।

এদিকে দ্বিতীয় দিন শুক্রবার ৬টায় বার-বি-কিউ সন্ধ্যা এবং শেষদিন শনিবার দুপুর ২টায় কিন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে ফিল্ম ফেস্ট ও কুইজ প্রতিযোগিতা এবং অভিভাবকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, ২০০৩ সালের ৩০ জানুয়ারি ‘আত্মার কাছে দায়বদ্ধতার হাতে রেখে হাত’ এই মূলমন্ত্রকে সামনে রেখে যাত্রা শুরু করে কিন। প্রতিষ্ঠার পর থেকে শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ, রক্ত সংগ্রহ, পথ শিশুদের শিক্ষা কার্যক্রম প্রদানসহ দুঃস্থ, অসহায়, পথ শিশুদের নিয়ে বিভিন্ন ধরনের স্বেচ্ছাসেবীমূলক কাজ করে আসছে কিন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ