শনিবার, ১০ মে ২০২৫, ০১:৫৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি সিলেট : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাত ১টার দিকে ক্যাম্পাসের পাশ্ববর্তী টিলাগাঁও এলাকার একটি মেস থেকে বিশ্বজিৎ নামের ওই ছাত্রের লাশ উদ্ধার করা হয়।
বিশ্বজিৎ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশ বিভাগের ২য় বর্ষের ২য় সেমিস্টারের ছাত্র। সে ক্যাম্পাসের পাশ্ববর্তী টিলাগাঁও নামক এলাকায় একটি মেসে থাকত। তার গ্রামের বাড়ি মুন্সিবাজার জেলায় বলে জানা গেছে।
পুলিশ জানায়, শনিবার (৭ মে) সন্ধ্যায় মেসের সবাই বাহিরে গিয়েছেল। রাত ১২টার দিকে মেরে বর্ডাররা এসে বিশ্বজিতের রুম ভেতর দিয়ে লাগানো দেখতে পায়। ডাকাডাকি করেও সে দরজা খুলেনি। একপর্যায়ে বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশকে অবগত করা হয়।
পরে জালালাবাদ থানা পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিশ্বজিতের লাশ উদ্ধার করেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত লাশ উদ্ধার চলছিল বলে জানিয়েছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন।