শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি,হবিগঞ্জ : হবিগঞ্জ বাহুবল আঞ্চলিক সড়কের বৈদ্যের বাজার এলাকায় ডাকাতির চেষ্টার সময় রুবেল মিয়া (২৫) নামে এক যুবককে আটক করেছে সিআইডি।
সে সদর উপজেলার সুঘর গ্রামের আমির আলীর পুত্র।
শনিবার (৭ মে) রাত ৮টায় সিআইডির ইন্সপেক্টর আব্দুর রাজ্জাকের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
জানা যায়, শনিবার উল্লেখিত সময়ে ওই এলাকার উম্মে কুলসুম স্টোর নামে একটি দোকানে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নেয়।
এমন খবর পেয়ে অভিযান চালিয়ে রুবেল মিয়া নামে এক যুবককে আটক করা হয়। এসময় তার কাছ থেকে দেশীয় একটি চাকু উদ্ধার করা হয়।
এদিকে, শনিবার (৭ মে) রাতে রুবেল মিয়া অসুস্থ হয়ে পড়লে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করানো হয়।