রবিবার, ১১ মে ২০২৫, ১২:৪৩ পূর্বাহ্ন
বানিয়াচঙ্গ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ জেলার বানিয়াচঙ্গের আমিরখানী মহল্লায় লাবু মিয়া (৩৫) নামে এক পাগলের কান্ড।
ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীসহ একই পরিবারের ৭ জনকে কুপিয়ে ক্ষত বিক্ষত করেছে।
আশংকাজনক অবস্থায় পাগলের স্ত্রী তাজবানু বেগম (৩০) ও তার ভাই আলী নুর (২৫) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
অন্যান্য আহতদের মধ্যে তুহিন মিয়া (২৪) ও কামাল মিয়া (২৫) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়, শনিবার (৭ মে) সন্ধ্যায় হঠাৎ লাবু মিয়া নামে এক পাগল ধারালো অস্ত্র দিয়ে তার স্ত্রীকে কুপাতে থাকে এসময় তার স্ত্রী’র হাতে কব্জি কেটে ফেলে।
পরে একের পর এক জন করে কুপিয়ে ৭ জন ক্ষত বিক্ষত করে। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
এদিকে, লাবু মিয়া নামে ওই পাগলের তোলকালাম কান্ডে এলাকার সাধারণ মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পরছে।
ওই পাগল প্রকাশ্যে ঘুরাফেরা করায় কখন কার উপর আক্রমন চালায় এনিয়ে শিশুসহ সব বয়সী লোকদের মধ্যেও রয়েছে অজানা আতংক।