• Youtube
  • English Version
  • শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৫:৪৮ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

মা-বাবা ও শিক্ষকদের কথা মেনে চলবে, মিথ্যে কথা বলবে না- ডিসি

  • সংবাদ প্রকাশের সময়: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২০

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, “জীবনে সবসময় মা-বাবা ও শিক্ষকদের কথা মেনে চলবে আর কখনও মিথ্যে কথা বলবে না। বিদ্যালয়কে নিজের বাড়িঘরের মতো ভালোবাসবে। পরিস্কার পরিচ্ছন্ন রাখবে।

তিনি, স্টুডেন্ট কেবিনেট নির্বাচনের গুরুত্ব তুলে ধরে সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে আহবান জানান।”

শনিবার (২৫ জানুয়ারী) সকাল ১১টায় জেলার বাহুবল উপজেলার ‘পুটিজুরী শরৎ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের’ দরিদ্র ছাত্রছাত্রীদের মাঝে কম্বল বিতরণ এবং স্টুডেন্ট কেবিনেট নির্বাচন পরিদর্শনকালে উপরোক্ত কথাগুলো বলেন।

এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আসাদুজ্জামান ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানুপ্রিয় চক্রবর্তী।

সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ নুরুল ইসলাম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক পংকজ কান্তি গোপ।

পরে অতিথিবৃন্দ স্টুডেন্ট কেবিনেট নির্বাচন কার্যক্রম পরিদর্শন করেন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ