রবিবার, ১১ মে ২০২৫, ১২:৪৯ পূর্বাহ্ন
বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার পুরাণপাতারিয়া গ্রামে খলায় ধান শুকানোকে কেন্দ্র করে দু’পক্ষের লোকদের সংঘর্ষে মহিলাসহ ১৫ জন আহত হয়েছে।
শনিবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত সুত্র জানায়, ওই গ্রামের নুরুল ইসলামের সাথে সিরাজ আলীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
শনিবার ওই সময় স্থানীয় ধানের খলায় উভয়পক্ষ ধান শুকাতে গেলে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
গুরুতর আহত অবস্থায় জমিলা বেগম (৬০), মুন্নী (২০), বিউটি (১২), সিরাজ আলী (৬৫), রাজীব মিয়া (১২), সামছু মিয়া (৩২), নুরুল হক (৪০), আব্দুল হক (৪৫), ইয়াউর মিয়া (৬০) ও নুরুল হক (৫০) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।