শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১০:২৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জ শহরে যৌন উত্তেজক দশ পিছ ইয়াবা সহ খলিল মিয়া (৩৫) নামের এক যুবকে আটক করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
সে শহরের নিউ মুসলিক কোয়ার্টার এলাকার বাসিন্দা মৃত কুদরত আলীর পুত্র।
শনিবার সন্ধ্যায় সদর থানার এসআই সুমন চন্দ্র হাজরা ও আব্দুর রহিমের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তার বাড়ি থেকে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১০ পিস যৌন উত্তেজক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।