শনিবার, ১০ মে ২০২৫, ০৪:৩২ অপরাহ্ন
গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি : সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ৫, বিএনপি ৪, জামায়াত সমর্থিত ১ এবং স্বতন্ত্র ১ টিতে বিজয়ী হয়েছে।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের মধ্যে বিজয়ীরা হলেন- পশ্চিম আমুড়া ইউনিয়নে মঈন উদ্দিন, বাদেপাশা ইউনিয়নে মোস্তাক আহমদ, শরীফগঞ্জ ইউনিয়নে এম এ মুমিত হীরা, লক্ষ্মীপাশা ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী কবির আহমদ মুশন ও বুধবারীবাজার ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী কামাল উদ্দিন বিজয়ী হয়েছেন।
বিএনপি মনোনীত প্রার্থীদের মধ্যে নির্বাচিত হয়েছেন- লক্ষণাবন্দ ইউনিয়নে নসিরুল হক শাহীন, ভাদেশ্বর ইউনিয়নে জিলাল উদ্দিন, গোলাপগঞ্জ সদর ইউনিয়নে আশফাক আহমদ চৌধুরী ও ফুলবাড়ী ইউনিয়নে মাহবুবুল আলম।
এছাড়াও বাঘা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আব্দুল মুকিত ও ঢাকাদক্ষিণ ইউনিয়নে জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহিম বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন বলে জানা গেছে।