করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

কমলগঞ্জে পরিযায়ী পাখি অবমুক্ত

  • সংবাদ প্রকাশের সময়: শনিবার, ৭ মে, ২০১৬

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া ডরমেটরী সংলগ্ন জলাশয়ে বিভিন্ন প্রজাতির মৎস্য পোনা ও পরিযায়ী পাখি অবমুক্ত করা হয়েছে।

 

বাংলাদেশ বন্যপ্রানী সেবা ফাউন্ডেশন ও বন্যপ্রানী বিভাগের যৌথ উদ্যোগে এসব মৎস্য পোনা ও পাখি অবমুক্ত করা হয়।

 

শনিবার সকাল সাড়ে ১১টায় লাউয়াছড়া ডরমেটরীর লেইকে প্রায় ৬২ কেজি বিভিন্ন প্রজাতির মৎস পোনা ও ৪ টি অতিথি পরিযায়ি পাখী অবমুক্ত করা হয়।

 

অনুষ্ঠানে কমলগঞ্জ উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক, বন্যপ্রানী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মিহির কুমা দে, সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান, লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ ব্যবস্থাপনা কমিটির সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, রেঞ্জ কর্মকর্তা মো. সাহেব আলী, বন্যপ্রানী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সীতেশ রঞ্জন দেব, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান, বন্যপ্রানী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব, লাউয়াছড়া বিট কর্মকর্তা রেজাউল করিম প্রমুখ।

 

পরে সেখানে জারুল, অর্জুন, হিজ করচ সহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ