• Youtube
  • English Version
  • শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৪:৫০ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

কাতারে নিহত ৪ জনের দাফন সম্পন্ন

  • সংবাদ প্রকাশের সময়: শনিবার, ৭ মে, ২০১৬

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সড়ক দুর্ঘটনায় কাতারে নিহত চার সিলেটি যুবকের দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার সকালে নিহতদের লাশ বিমানযোগে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। পরে সেখান থেকে নিহতদের গ্রামের বাড়ি কানাইঘাট উপজেলায় নিয়ে যাওয়া হয়। আসরের নামাজের পর জানাজা শেষে তাদের লাশ দাফন করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, কানাইঘাট উপজেলার আমরপুর গ্রামের ইসলাম উদ্দিন, তার ভাই মঈন উদ্দিন এবং পার্শ্ববর্তী গর্দনাকান্দি গ্রামের আওলাদ হোসেনের জানাজা গর্দনাকান্দি মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। পরে নিজ নিজ গ্রামে তাদের পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।

এ ছাড়া উপজেলার কাপ্তানপুর গ্রামের মুহিবুর রহমানের জানাজা লামা ঝিংগাবাড়ি মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। পরে তার গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।

প্রসঙ্গত, গত ২৬ এপ্রিল কাতারের দোহা থেকে সোমাল যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ওই যুবক নিহত হন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ