করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

বাহুবলের নিউ ভিশন কেজি স্কুল পরিদর্শন করলেন জেলা প্রশাসক

  • সংবাদ প্রকাশের সময়: মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২০

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলের নিউ ভিশন কেজি এন্ড হাই স্কুল পরিদর্শন করেছেন হবিগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।

মঙ্গলবার (১৪ জানুয়ারী)  বেলা ২টায় তিনি নতুন প্রতিষ্ঠিত স্কুলটি পরদির্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, বাহুবল উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার, ইপজেলা সহকারী কমশিনার (ভূমি) খ্রিষ্টফার হিমেল রিছিল।

তিনি বিদ্যালয়ের প্রতিটি শ্রেণিকক্ষে উপস্থিত হয়ে ছাত্রছাত্রীদের সাথে কথা বলেন। ছাত্রছাত্রীদেরকে ভালো মানুষ হওয়ার পাশাপাশি সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতি গড়ার কাজ করতে তিনি উপদেশ দেন।

জেলা প্রশাসক বিদ্যালয়ের সুসজ্জিত অফিসকক্ষ, শ্রেণিকক্ষ, পতাকাবেদি, খেলার মাঠ, নিরাপত্তা ব্যবস্থাপনা, পানি ও ওয়াশ রুমের সুন্দর ব্যবস্থাপনা দেখে বেশ প্রশংসা করেন ও কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

তিনি তাৎক্ষণিক ভাবে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদারকে বিদ্যালয়ের সুবিধা অসুবিধা খোঁজখবর রাখতে ও সরকারী বরাদ্দের ব্যবস্থা করে দিতে আদেশ করেন।

তিনি বিদ্যালয়ের শিক্ষকগণের সাথে কথা বলেন। আদর্শ জাতিগঠনে ছাত্রছাত্রীরা যেনো সঠিক জ্ঞান লাভ করতে পারে সে লক্ষ্য নিয়ে পাঠদান করতে শিক্ষকদের নির্দেশ দেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদির চৌধুরী, উদ্যোক্তা পরিবারের সদস্য মামুন উর রশীদ, এমএ রশীদ আহমেদ, মো: মৌলুদ হোসেন ও ইউসুফ আলী জেলা প্রশাসকে ফুল দিয়ে উষ্ণ অভিনন্দন জানান।

এ সময় উপজেলা নির্বাহী স্নিগ্ধা তালুকদার ও সহাকারী কমিশনার (ভূমি) খ্রিষ্টফার হিমেল রিছিলকেও ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়।

পরিশেষে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের হাতে বিদ্যালয়ের পক্ষে সম্মাননা স্মারক তোলে দেন প্রধান শিক্ষক ও উদ্যোক্তা পরিবারের সদস্যবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ